Khoborerchokh logo

আমাদের এজেন্ডা বাংলাদেশ ২৭ দফাতে বিনির্মাণ করা হবে: আমির খসরু 118 0

Khoborerchokh logo

আমাদের এজেন্ডা বাংলাদেশ ২৭ দফাতে বিনির্মাণ করা হবে: আমির খসরু

বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ২৭ দফার রূপরেখা সম্পর্কে দেশের জনগণকে পরিষ্কার করে জানাতে হবে। কেননা, এই ২৭ দফার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, ‘আমাদের ২৭ দফা দেশের মানুষের কাছে নিয়ে যেতে হবে। তাদের বোঝাতে হবে ২৭ দফার প্রয়োজনীয়তা। কারণ, তারা জানতে চাইছে বর্তমান সরকার চলে গেলে কী হবে? সেই জন্যই কিন্তু আমরা ২৭ দফা রূপরেখা দিয়েছি। এই দফাগুলো আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।


দেশকে গভীর গর্ত থেকে তুলে আনতে হলে ২৭ দফার বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘২৭ দফা বাস্তবায়ন না হলে দেশ সঠিক পথে চলবে না। রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। দেশ ও জনগণের স্বার্থে এই ২৭ দফা বাস্তবায়ন করতে হবে। এই রূপরেখা ঘোষণা দিয়ে তারেক রহমান নিজের দক্ষতা ও যোগ্যতাকে বিশ্বের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’ একটা কল্যাণ রাষ্ট্রের জন্য স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করে আমির খসরু বলেন, ‘স্বাস্থ্য খাতে ১ শতাংশ জিডিপির ব্যবহার নেই বললেই চলে। কারণ, এখানে সরকারের দুর্নীতি বেশি। ফলে দেশের মানুষকে নিজের টাকা খরচ করেই চিকিৎসা নিতে হয়, যা আফগানিস্তানের চেয়েও খারাপ।


এসব বিষয়ে সারা দেশে সেমিনার করা জরুরি। কারণ, একটি পরিবারকে স্বাস্থ্যসেবা দেওয়া হলে তার প্রাথমিক রোগ প্রতিরোধ শুরু হয়ে যায়। যদি একটি পরিবারের ৫ হাজার টাকা সেভ করা যায়, ওই পরিবারের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। সেই টাকা দিয়ে ছেলেমেয়েদের পড়ালেখায় খরচ করতে পারবে। দেশের উন্নয়নে বিনিয়োগ করতে পারবে।’ আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, ‘বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। আপামর জনসাধারণের দাবিগুলো এই রূপরেখায় তুলে ধরা হয়েছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দেশের অসহায় মানুষের মুক্তির সনদ।’ ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com